মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড়ে কবরবাসীর মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পরে তাবারক বিতরণ করা হয়।
ঘনিয়ারপাড় গ্রামের যুবকদের উদ্যোগে ২২ জুলাই শুক্রবার সন্ধ্যায় ঘনিয়ারপাড় চৌরাস্তা মোড়ে ঘনিয়ারপাড় এলাকার কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আকতার হোসেন খান ও ঘনিয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ সোহেল আহমেদ। দোয়া পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. আলাউদ্দিন প্রধান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, সাবেক কমিশনার আবদুল ওয়াদুদ মাষ্টার, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. এমএ করিম, ঘনিয়ারপাড় কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবদুর রশিদ মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা মুসা আহমেদ, আল-আমিন মিয়াজী, বজলুল গনি, বিরাজ দত্ত, বজলুর রহমান ঢালী, আমির হোসেন মোল্লা, মিজানুর রহমান মোল্লা, শাহীন মোল্লা, নাছির মোল্লা, সাগর প্রধান, সমাজসেবক রফিক সর্দার, ফজলুল হক মিলন, রহিম উদ্দিন মোল্লা’সহ নেতৃবৃন্দ।