স্টাফ রিপোর্টারঃ ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদেশের ন্যায় চাঁদপুরেও প্রচুর বৃষ্টিপাত হওয়ার আশঙ্কায় কৃষকের নানামুখী ক্ষতি হতে সতর্ক রাখতে আগাম প্রস্তুতি হিসেবে সদর উপজেলা কৃষি বিভাগ পরামর্শের মাধ্যমে সতর্ক করে যাচ্ছে।
৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সেবাপ্রার্থীদের থেকে এই পরামর্শের খবর পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায় বলেন, আগামী দু’ তিন দিন ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদেশের ন্যায় চাঁদপুরেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরিপক্ক ফসল সংগ্রহ করে নিরাপদ জায়গায় রাখতে কৃষকদের পরামর্শ দিচ্ছি।
তিনি আরও বলেন, জমির নিষ্কাশন নালা পরিষ্কার রাখতে কৃষকদের বলে দিয়েছি। বীজতলায় থাকা চারা পলিথিন শীট দিয়ে ঢেকে রাখতে বলেছি। সেচ, সার, বালাইনাশক প্রয়োগ, বীজ বপন ও চারা রোপণ থেকে বিরত থাকতে বলেছি। পূর্ব অভিজ্ঞতা থেকেই আমরা সতর্কতারসহিত কৃষি আবহাওয়া প্রকল্পের আওতায় চাষী ভাইদের নানামুখী ক্ষতির হাত থেকে বাঁচাতে এসব পরামর্শের মাধ্যমে তাদের পাশে রয়েছি।