স্টাফ রিপোর্টারঃ ঘূর্ণিঝড় রিমালের আগে এবং পরে সার্বক্ষণিক জনসাধারণের পাশে তৎপর রয়েছে চাঁদপুর সদরের আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি।
২৮ মে মঙ্গলবার বিকালে এ তথ্য জানিয়েছেন ফাঁড়িটির ইনচার্জ বেলাল হোসেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের সতর্কবার্তা হিসেবে নৌ পথে চলাচলরত সাধারন যাত্রীদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা সার্বক্ষণিক তৎপরতা চালিয়েছি। আমাদের ফাঁড়ির আওতাধীন এলাকার বিভিন্ন মাঠে ঘাটে বাজারে জনসাধারন, পেশাজীবি জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে হ্যান্ড মাইক দিয়ে সতর্কবার্তা পৌঁছে দিয়েছি। সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছি এবং নৌপথের সকল প্রকার নৌ যান বন্ধ রাখতে কাজ করেছি।
বেলাল হোসেন আরও বলেন, ঘূর্ণিঝড় রিমাল শেষ হবার পরেও জনসাধারণ নিরাপদ আছে কিনা আমরা খোঁজ খবর নিয়েছি। দুর্ঘটনা কবলিত এরিয়ায় সবাই যাতে নিরাপদে আশ্রম কেন্দ্র ছেড়ে নিজ বাসস্থানে ফিরতে পারে সেদিকেও নজর রেখেছি। আমরা চাই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে সবাই যেনো আবারও স্বাভাবিক জীবন যাপন করতে পারে।