মামুন হোসাইনঃ বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন ক্রমশ দুর্বল হয়ে পড়ায় এবং উপকুলের দিকে আঘাত আনার সম্ভাবনা না থাকায় চাঁদপুর থেকে লঞ্চসহ সকল ধরণের নৌযান চলাচল শুরুর ঘোষণ করা হয়েছে।
২৫ অক্টোবর বুধবার সকালেই এ নির্দেশনা দেন চাঁদপুরের বন্দর কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।
বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে সংকেত পাওয়ার পর প্রবল ঘূর্ণিঝড় হামুন এর প্রভাব কেটে যাওয়ায় প্রায় ১৭ ঘন্টা বন্ধ থাকার পর চাঁদপুর-ঢাকা নৌপথে ১ ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ ব্যাতীত লঞ্চ চলাচল সতর্কতার সহিত শুরু করার অনুমতি দেয়া হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর লঞ্চঘাটের টিআই শাহআলম বলেন, সকাল ১০টায় ঈগল লঞ্চটি ঢাকার উদ্দ্যেশ্যে যাত্রীসহ ছেড়ে গেছে। তবে ১ ইঞ্জিন বিশিষ্ট নারায়নগঞ্জ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তেও পরিবর্তন আনা হয়েছে এবং এখন ওগুলোও চলবে। যদিও দুপুর ২টা বাজলেও এখনো একটি ছোট লঞ্চও ঘাটে প্রবেশ করেনি।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মোঃ শাহাদাত হোসেন বলেন, প্রবল ঘূর্ণিঝড় “হামুন” এর কারণে প্রায় ১৭ ঘন্টা বন্ধ থাকার পর চাঁদপুর নদী বন্দর থেকে ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা চাঁদপুর ভায়া শরিয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সকল ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল স্বাভাবিকভাবে শুরু করার ঘোষণা দেয়া হয়েছে। তবে সকলকে অবশ্যই সতর্কতা বজার রেখে নৌযান চালাতে বলা হয়েছে।