সাগর আচার্য্যঃ চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের ঘোষেরহাটে পল্লী বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ফরহাদ কাজী নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে।
মৃত্যুর বিষয়টি ‘হিলশা নিউজ‘-কে নিশ্চিত করেছেন আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল মাষ্টার।
২৪ আগস্ট বুধবার বিকেলে চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের ঘোষেরহাট কৃষ্ণপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ওই শিশু কাজী বাড়ির মোঃ জসিম কাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু ফরহাদ খেলতে বাড়ি থেকে পাশের একটি মাঠে যাচ্ছিলো। পথিমধ্যে একটি বাগানের একটি তাল গাছ থেকে পাকা তাল পড়তে দেখে শিশু ফরহাদ ওই পাকা তালটি কুড়াতে যান। ওই সময় বাগানের মাটিতে ছিড়ে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শিশু ফরহাদ। পরে তার অন্যান্য খেলার সাথীরা এবং গ্রামের লোকজন শিশু ফরহাদকে তাৎক্ষণিক উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশু ফরহাদের ময়না তদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যান।
এদিকে শিশু ফরহাদের এমন করুন মৃত্যুতে ঘোষেরহাট এলাকায় শোকের ছায়া পরিলক্ষিত হয়।