স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের জামালখান এলাকায় বিএনপি, জামাত শিবির ক্যাডার কর্তৃক গত ১৪ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাষ্টারদা সূর্য সেন, অগ্নিকন্যা প্রীতিলতা, ড. মোঃ শহীদউল্যা’র মুর্যাল ও দেওয়াল চিত্র ভাংচুরের প্রতিবাদে এবং অবিলম্বে এ ঘটনায় জড়িত এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চাঁদপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২১ জুন বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ও অন্যান্য সকল মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনের আয়োজনে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
এতে জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, চট্রগ্রাম থেকে আগত দেশের প্রখ্যাত আলোকচিত্র প্রদর্শক শাহাবুদ্দিন মজুমদার বক্তব্য রাখেন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মুজিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, বাসুদেব মজুমদার, মোঃ সানাউল্লা খান, তৌহিদুল্লা ভূঁইয়া, রৌশন আলী বেপারী, জয়নাল আবেদীন মাষ্টার, রুহুল আমিন গাজী, আব্দুল খালেক, মোঃ সোলেইমান, আইয়ুব আলী ঢালীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে সকলে চাঁদপুরের প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
একই দিন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী আরশাদ মিয়াজীর নেতৃত্বে পৃথকভাবে মুক্তিযোদ্ধাগণসহ সদর ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।