হিলশা নিউজ রিপোর্টঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পরিসংখ্যান বিভাগের ছাত্রী শামীমা সীমার নেতৃত্বে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিল ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরে কৃষকের মাঠ থেকে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেওয়া হয়। আর এভাবে ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেয়ায় ছাত্রলীগের ওপর খুশি কৃষক।
কৃষক বাদশা মিয়া জানান, আমি প্রায় এক একর জমিতে ধানের আবাদ করেছি। তবে ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগ নেত্রী শামীমা সীমার নেতৃত্বে এলাকার ছাত্রলীগ নেতৃবৃন্দ ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। কারন কৃষকের কথা চিন্তা করে তিনি পাশে দাঁড়ানো নির্দেশ দিয়েছেন। বৃষ্টির আগেই আমার জমির সকল ধান কেটে ঘরে তুলতে পেরেছি বলে আমি অনেক খুশি।
কৃষকের ধান কেটে দেওয়ার এই কর্মসূচিতে আরো অংশ নেন চাঁদপুরের বাগাদী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আল-আমিন, মোঃ সিয়াম তালুকদার, তাহসিন খান রায়হান, আশরাফুল আবির, শাকিল পাঠান, মোজাম্মেল হোসেন আলম, রাকিব, এমরান, শামীম, সৌরভ প্রমূখ।
ছাত্রলীগ নেত্রী শামীমা সীমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ও কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির আওতায় কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগ যখন যে সিদ্ধান্ত দিবে, তা পালন করতে আমরা ছাত্রলীগের কর্মীরা সবসময় প্রস্তুত আছি।