স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চরবাকিলায় বিবাদমান সম্পত্তির উপর আবারো স্থিতিবস্থা জারি করলো জেলা জজ আদালত। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে চুড়ান্ত আদেশ না হওয়া পর্যন্ত নালিশী ভূমিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়।
জানা যায়, চরবাকিলা এলাকার মোঃ সফিকুর রহমান ও এনায়েত উল্লাহ গংদের মধ্যে মামলা মোকাদ্দমা চলে আসছে। এ নিয়ে মোঃ সফিকুর রহমান উক্ত সম্পত্তির উপর নিষেধাজ্ঞা চাইলে উক্ত বিচারাধীন দেওয়ানী ৫৪৬/২০২১ নং মোকদ্দমাটির উপর আদালত ০৯/১১/২০২১ইং তারিখে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু এনায়েত উল্লা গংদের আবেদনে গত ১/১২/২০২১ইং তারিখে স্থিতিবস্থার আদেশ প্রত্যাহার করে আদালত আপত্তি শুনানীর জন্য সিভিল রিভিশন-১৮/২০২১ তারিখ ধার্য করা হয়। পরে জেলা জজ আদালত উক্ত মোকাদ্দমাটি গ্রহন করে গত ১২/১২/২০২১ইং তারিখে দেওয়ানী ৫৪৬/২০২১নং মোকদ্দমায় বিগত ০৯/১১/২০২১ইং তারিখে প্রদত্ত স্থিতিবস্থা প্রত্যাহারের আদেশ রদ ও রহিত করে অস্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে চুড়ান্ত আদেশ না হওয়া পর্যন্ত নালিশী ভূমিতে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়। যার ‘ক’তপছিল হল চাঁদপুর জেলার, চাঁদপুর সদর উপজেলাধীন সাবেক ৫৪ নং চরবাকিলা মৌজার সি.এস ৮১নং ও এস.এ ৫৪ নং খতিয়ানের সি.এস ও এস.এ ২,৩ দাগের অন্দরে .৫৩ একর ভুমি। যাহার উত্তরে সিএন্ডবি রাস্তা, দক্ষিণে সি.এস ৭৯ নং খতিয়ানের সি.এস ৮ দাগের ভূমি, পূর্বে ঠাকুর বাড়ী, পশ্চিমে ঝমঝম খান।
এবং ‘খ’তপছিল হল চাঁদপুর জেলা, চাঁদপুর সদর উপজেলাধীন সাবেক ৫৪নং চরবাকিলা মৌজার সি.এস ৭৯নং খতিয়ান এস.এ ৫২নং খতিয়ান সি.এস ও এস.এ ০৮ দাগের অন্দর ১.৬৭৫০ একর ভূমি। যাহার উত্তরে সি.এস ৮১নং খতিয়ানে সি.এস ২,৩ দাগের ভূমি, দক্ষিণে-সি.এস, এস.এ ১১ ও ১৭ দাগের ভুমি, পূর্বে ছোট সূত্রধর বাড়ী, পশ্চিমে সি.এস ৭৯ নং খতিয়ানে সি.এস ৯ দাগের ভূমি।