মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের হাইমচরের ৬ নং চরভৈরবী ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে অসহায়, হতদরিদ্র ও এতিমদের আশ্রয়স্থল ‘চরভৈরবী ওহাবীয়া এতিমখানা। এমনটি দাবী করে ওহাবীয়া এতিমখানা’র শিক্ষক মাওলানা কামরুল হাসান গণমাধ্যমে প্রকাশিত সংবাদ-দৃষ্টিগোচর হয়েছে জানিয়ে তিনি এতিমখানার কয়েকটি বিষয় তুলে ধরে ‘হিলশা নিউজ’-এ নিজের বক্তব্য দিয়েছেন।
তিনি ‘হিলশা নিউজ‘-কে বলেন, চরভৈরবী ওহাবীয়া এতিমখানার হাজিরা খাতা অনুযায়ী ৭০ জন এতিম, হতদরিদ্র ও অসহায় শিক্ষার্থীর তালিকা রয়েছে। করোনা মহামারিতে ১৫ জন ছুটিতে রয়েছে। ৫/৭ জন পড়াশোনার পাশাপাশি সেলাই কাজসহ বিভিন্ন দক্ষতা অর্জনে ঢাকা ও বিভিন্ন জেলায় অবস্থান করছে। এতিমখানায় ম্যানেজার শিক্ষক ও স্টাফসহ নিয়মিত ৫০ জনের উপস্থিতি রয়েছে।
এতিমখানার শিক্ষক মাওলানা কামরুল হাসান ‘হিলশা নিউজ‘-কে আরও বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই এতিমখানার হতদরিদ্র ও অসহায় শিক্ষার্থীরা ছুটি নিয়ে বাড়িতে গেছে কিছু দিনের জন্য। ছুটি শেষে কেউ আসে আবার কেউ যায়। তবে নিয়মিত ৪০/৪৫ জন এতিম, হতদরিদ্র ও অসহায় শিক্ষার্থী এখানে থাকে, খাওয়া দাওয়া করে। এদের যাবতীয় খরচ এই এতিমখানা থেকেই সরবরাহ করা হয়।
এদিকে জীবিত পিতা মৃত দেখিয়ে ছেলেদের এতিম সাজিয়ে এই মাদ্রাসায় পড়ানো হয় গণমাধ্যমে প্রকাশিত এমন বিষয়টি প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে তিনি ‘হিলশা নিউজ‘-কে এ বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।