অমরেশ দত্ত জয়ঃ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, দুর্গোম চরাঞ্চলের শিক্ষার্থীরাও এখন শিক্ষা দিক্ষাসহ সবক্ষেত্রে ভালো করছে। আর এটা সম্ভব হয়েছে আওয়ামীলীগ সরকার বার বার ক্ষমতায় আসায়। তাই চরাঞ্চলের শিক্ষাক্ষেত্রেও স্মার্টনেসকে এগিয়ে নিতে আগামী নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
শুক্রবার বিকালে চাঁদপুর সদরের ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি স্কুলটির সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।অনুষ্ঠানে চরফতেজংপুর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মকবুল হোসেন মাষ্টারের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম ভুইঁয়ার সভাপতিত্বে জেলা আওয়ামীলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সুজিত রায় নন্দীর আগমনকে ঘিরে দফায় দফায় স্থানীয় নেতাকর্মীদের মিছিলে এটি জনসমাবেশে পরিণত হয়।