রিয়ন দেঃ চাঁদপুর সদরের চর বাকিলা সনাতন ধর্ম প্রচারিনী হরিসভা মন্দিরে চলছে ৫দিন ব্যাপী নামকীর্ত্তণে ১১৩তম বাৎসরিক উৎসব।
৮ মার্চ মঙ্গলবার দুপুরে গিয়ে এই নামকীর্ত্তণ দেখা যায়।
এ বিষয়ে চর বাকিলা সনাতন ধর্ম প্রচারিনী হরিসভা মন্দির কমিটির সদস্য প্রনয় রায় জানান, আমাদের শতবছরের এই পুরাতন মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারো ১৬ প্রহরব্যাপী নাম সংকীর্ত্তণ করা হচ্ছে। যেখানে দেশের নামকরা ৭টি হরিনাম সংকীড়ত্তণ দল হরিনাম পরিবেশন করছে। প্রতিদিন ৬ থেকে ৭শ’ সনাতনী ভক্ত এখানে দিনে ও রাতে প্রসাদ গ্রহণ করছেন। আমরা যাতে সব সময় সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করতে পারি সেজন্য সকলের আশির্বাদ কামনা করছি।
এ সময় চর বাকিলা সনাতন ধর্ম প্রচারিনী হরিসভা মন্দির কমিটির প্রধান উপদেষ্টা অমলেন্দু বিকাশ রায়, উপদেষ্টা লক্ষী রানী দত্ত, সভাপতি বিনয় ভূষণ মজুমদার, সহ-সভাপতি অমৃত লাল সাহা, সাধারন সম্পাদক রনজিৎ কুমার চৌধুরী, সহ-সম্পাদক জয় রাম রায়, মানিক পোদ্দার, হিসাব রক্ষক জয়দেব রায়, কোষাধ্যক্ষ লিটন রায়, সদস্য বিনয় রায়সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।