স্টাফ রিপোর্টার : চলন্ত যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ জোহরা বেগম (৩৮) নামের এক নারীকে ১০ ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।
৪ মে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার সময় গোসাইরহাট থেকে ছেড়ে আসা লঞ্চ এম ভি ঈগল-৪ এর ওই যাত্রীকে উদ্ধার করা হয়। কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, শরিয়তপুর জেলার ঠান্ডাবাজার সংলগ্ন মেঘনা নদীতে বুধবার রাতে চলন্ত যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হয় ওই যাত্রী। খবর পেয়ে পরে কোস্টগার্ড দুর্ঘটনাস্থলে পৌঁছে তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।