সজল চন্দ্র দাসঃ চাঁদপুরসহ দেশবাসীকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন রোটারিয়ান রিপন সাহা।
২০শে অক্টোবর মঙ্গলবার ‘হিলশা নিউজ‘-কে দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, সনাতনধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দূর্গা পূজা। তাই পূজায় সনাতনধর্মালম্বিসহ দেশবাসী যেন সার্বজনীনভাবে এ উৎসবটিতে মেতে উঠে। তবে করোনা পরিস্থিতি হওয়ায় এবার দূর্গোৎসবে একটাই চাওয়া। দ্রুত যাতে বিশ্ববাসী করোনার থাবা থেকে মুক্তি পায়। সবাই যাতে সুন্দরভাবে পূজোর দিনগুলো কাটাতে পারে। সেজন্য আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অফুরান শুভকামনা।
এদিকে জানা যায়, রোটারিয়ান রিপন সাহা চাঁদপুর লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, বিবেকানন্দ যুব সংঘ চাঁদপুরের সহ-সভাপতি, ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি চাঁদপুর জেলা শাখার কোষাধ্যক্ষ, চাঁদপুর চাউল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর সদর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর সদর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, পশ্চিম শ্রীরামদী ক্রীড়া চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক, পুরানবাজার বারোয়ারী সার্বজনীন দূর্গোৎসব কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।
এ ছাড়াও রোটারিয়ান রিপন সাহা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর, জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁদপুর, বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি চাঁদপুর, চাঁদপুর ডায়বেটিক সমিতি, সাহিত্য একাডেমী চাঁদপুর, চাঁদপুর কন্ঠ বিতর্ক ফাউন্ডেশন, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন এবং চাঁদপুর সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজিবন সদস্য পদেও দায়িত্বে রয়েছেন।
এছাড়াও রোটারিয়ান রিপন সাহা চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ, কমিউনিটি পুলিশিং অঞ্চল-৮ ও বাংলাদেশ মানবাধিকার সোসাইটি চাঁদপুরের কার্যকরী সদস্য এবং চাঁদপুর রোটারি ক্লাবের সদস্য ও স্বজন টিআইবি চাঁদপুরের সদস্য পদে জড়িত থেকে বিভিন্ন সামাজিক কাজকর্ম করে যাচ্ছেন।
