হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর শহরের বড়ষ্টেশন মোলহেডের ইলিশ ভাষ্কর্যের পেছনে সোলার লাইটটি সংস্কারে সদর ইউএনও সানজিদা শাহনাজের হস্তক্ষেপ প্রয়োজন।
৪ এপ্রিল মঙ্গলবার রাতে ওই স্থানে গিয়ে লাইটটি নজরে আসেনি।
ইকবাল নামের এক ভ্রমণ পিপাসু জানান, আমি এই রাতে চাঁদের সাথে সামঞ্জস্যতা রেখে ইলিশ ভাষ্কর্যের সাথে সেলফি তুলতে এখানে এসেছি। কিন্তু আসার পর দেখি এখানে সোলার লাইটের স্টিকটি আছে কিন্তু লাইটটি নেই। এতে করে এই অন্ধকারে আমার আর ছবি তুলা হলো না। আমি দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাইছি।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার স্থানীয় কাউন্সিলর ফরিদা ইলিয়াসের সাথে আলাপ হলে তিনি বলেন, এই লাইটটি কে বা কারা নিয়ে গেছে তা বলতে পারছি না। অনেকেই লাইটটি পুনরায় বসানোর দাবী জানাচ্ছে। আমি বিষয়টি উপর মহলে জানাবো।
এদিকে কালবিলম্ব না করে দ্রুত ওই সোলার লাইটি সংস্কারের উদ্যোগ নিতে চাঁদপুর সদর ইউএনও’র হস্তক্ষেপ চেয়েছেন সুধীমহল।