অমরেশ দত্ত জয়ঃ নানা রকম মাদকে একজন আসক্তি ব্যাক্তি খারাপ নয়, পাগল নয় কিন্তু অসুস্থ্য। আর তাদের সেবা যত্মেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘অর্পণ’ নামের মাদকাসক্তি চিকিৎসা পুণর্বাসন ও সহায়তা কেন্দ্র। যা চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের ওয়াপদাগেইটে শুরুর উদ্যোগ নিয়েছেন কয়েকজন তরুন উদ্যোক্তা।
১৭ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ‘অর্পণ’ নামের ওই প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, বাইরে বড় সাইনবোর্ডসহ ভিতরে ছোট ছোট বেশ কয়েকটি ব্যাণারে লেখা রয়েছে ‘অর্পণ’ এর নাম। এরসাথে মাদকের কুফল সম্পর্কিত তথ্যও নানান ব্যাণারে সাঁটানো রয়েছে। ভিতরে ঢুকেই বেশ পরিপাটি কক্ষ ও ডেকোরেশন যে কারোরি মন ছুঁয়ে যাবে।
এ বিষয়ে কথা বলেন ‘অর্পণ’ নামের ওই প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মিতাত আহমেদ জুয়েল। তিনি জানান, আমি সৌদি প্রবাসী হলেও এখানকার ওয়ারল্যাস এলাকার স্থায়ী বাসিন্দা। কিশোর বয়সে আমি এক সময় মাদক সেবন করতাম এবং পরবর্তীতে কিছুদিন একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিয়ে আমি ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠি। তখন আমি চিন্তা করলাম আমি যেহেতু সুস্থ্য হতে পেরেছি। তাই সমাজের অন্য মাদকসেবীদেরকেও এভাবে চিকিৎসার ছায়া তলে এনে সুস্থ্য করে তুলতে হবে। সেই চিন্তা বাস্তবায়নেই আমি ‘অর্পণ’-নামের এই প্রতিষ্ঠানটি গড়ে তুলতে চেষ্টা করছি। আমার সাথে মোঃ সোহেল ও মোঃ মিন্টু নামে আরও দু’জন এই প্রতিষ্ঠানের পরিচালক পদে আমাদের সহযোগী হিসেবে রয়েছেন।
মোঃ মিতাত আহমেদ জুয়েল এই প্রতিষ্ঠানের অবকাঠামো ও সেবা সম্পর্কে জানান, আমরা ২০টি বেডে শুধুমাত্র পুরুষ মাদকসেবীদের এখানে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করছি। ভালোমানের ১ জন সাইকোলজিস্ট, ১ জন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারসহ সার্বক্ষণিক চিকিৎসা প্রদান করার জন্য ১ জন ডিউটি ডাক্তার এখানে রাখা হবে। চিকিৎসাসেবা প্রার্থীদের জন্য ৫ জন নিরাপত্তা কর্মী ও সিসি ক্যামেরার সার্বক্ষনিক ব্যবস্থা থাকবে। প্রাথমিক পর্যায়ে ৩ মাসের প্যাকেজে এখানে চিকিৎসা দেয়া হবে। সব চূড়ান্ত হলে প্রশাসনিক অনুমোদন পেলেই আমরা রোগী ভর্তি নেয়া শুরু করবো।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, অর্পন নামের ওই মাদকাসক্তি চিকিৎসা পুণর্বাসন ও সহায়তা কেন্দ্রটি এখনো অনুমোদন দেয়া হয়নি। আমরা ওদের আবেদন পেলে প্রতিষ্ঠান পরিদর্শন করে ওদের প্রতিষ্ঠান রোগী চিকিৎসা সেবা দেয়ার উপযুক্ত কিনা? তা পর্যালোচনা করে এটি অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নিবো।