সংবাদদাতাঃ সনাতনধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের কচুয়ার জয়নগর গ্রামে রাজীব চন্দ্র সরকার এবং মিতু রাণী ভৌমিকের বিবাহ অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারী শনিবার রাতে রাজীবের নিজ বাসভবনে পারিবারিক আয়োজনে এক সৌহাদ্যপূর্ণ মুহুর্তের মধ্য দিয়ে এই বিবাহ সম্পন্ন হয়।
জানা যায়, রাজীব চন্দ্র সরকার হচ্ছেন চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের অধিবাসী জগদীশ চন্দ্র সরকার ও রিতা রাণী সরকারের কনিষ্ঠ পুত্র এবং সফল ব্যবসায়ী ও সংগঠক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। অপর দিকে রাজীবের সহধর্মিণী মিতু রাণী ভৌমিক হচ্ছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভুরবুরিয়া গ্রামের অধিবাসী অরুন চন্দ্র ভৌমিক ও পূর্ণিমা রাণী ভৌমিকের কণ্যা।
এদিকে নবদম্পতি রাজীব চন্দ্র সরকার ও মিতু রানী ভৌমিক ‘হিলশা নিউজ’-কে বলেন, হিন্দু ধর্মীয় রীতি অনুসারে দু’পরিবারের আত্মীয় স্বজনের উপস্থিতিতে আমাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যৎ দাম্পত্য জীবনে সুখি হতে আমরা সকলের আশ্বির্বাদ ও স্নেহ কামনা করছি।