স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর বড়ষ্টেশনের কসাইখানায় নদীতে ডুবে ২ কিশোরের মৃত্যু হয়েছে।
১৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমীন।
তিনি জানান, মোঃ আব্দুল মুকিত আলম(১৬) ও মোঃ আব্দুল্লাহ গাজী (১৭) নামে ২ কিশোর দুপুরে নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে খবর পেয়ে আমাদের ডুবুরি দল তাদের উদ্ধার করতে সক্ষম হয়। তবে তারা দুজনেই ততক্ষণে মারা যায়।
স্থানীয়রা জানান, নিহত ২ জনের মধ্যে মোঃ আব্দুল মুকিত আলম(১৬) শহরের হাজী মহসিন রোডের মোঃ আলমগীর কবীরের ছেলে এবং মোঃ আব্দুল্লাহ গাজী (১৭) শহরের তালতলা গাজীবাড়ীর মোঃ শাকির হোসেন টিটুর ছেলে। তারা উভয়ের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।
চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, কোনরকমের অভিযোগ না থাকায় আমরা নিহত ওই ২ কিশোরের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।