স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের ৮নং ওয়ার্ডের গুয়াখোলার মোঃ আব্দুল্লাহ বেপারী ৫ পিস ইয়াবাসহ থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।
১৫ জুন বৃহস্পতিবার রাতে জিয়া ছাত্রাবাসের পেছনে বেপারী বাড়ীর সামনের পাঁকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডের গুয়াখোলার শাহজাহান বেপারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ।
থানা পুলিশ জানায়, রাতে ট্রহলরত পুলিশ সদস্যদের মোঃ আব্দুল্লাহ বেপারী(২৭) কে দেখে সন্দেহ হলে তাকে দাঁড়াতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে পুলিশ ধরতে সক্ষম হয় এবং দেহ তল্লাশি চালিয়ে ৫ পিস ইয়াবা উদ্ধার করে। পরদিন সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, মোঃ আব্দুল্লাহ বেপারীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে আদালতে প্রেরণ করে। পরে শুক্রবারের বিশেষ আদালতে ম্যাজিস্ট্রেট ৩ হাজার টাকা ও পুলিশি রিপোর্ট না আসা পর্যন্ত আসামিকে জামিন প্রদান করেন। এতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. নাজমুল আহসান।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদ বলেন, মাদক কারবারীর পরিচয় সে মাদক কারবারী। যদিও মোঃ আব্দুল্লাহ বেপারী একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়েছিলো। কিন্তু মাদক কারবারীর সাথে পুলিশের কোন আপোস নেই। সে যে দলেরই হউক না কেন সে অপরাধী। তাই আইনের গতিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
এসময় চাঁদপুর সদর মডেল থানার এস আই মোঃ কামাল উদ্দিন, এএসআই মোঃ নুরুল আমিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।