স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শ্রী শ্রী গোপাল জিউ আখড়া কমিটির উদ্যোগে দামোদর মাস পালন উপলক্ষে মাসব্যাপী শ্রী শ্রী ভাগবত পাঠ ২৯তম দিন পালিত হয়েছে।
১৬ নভেম্বর ২৯ তম দিনে পুরান বাজার শ্রী শ্রী রামঠাকুর দোল মন্দির কমিটির সভাপতি পরেশ মালাকারের আয়োজনে এদিনটি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি সাধারণ সম্পাদক কার্তিক সরকার, যুগ্ম সম্পাদক বলাই সরকার, শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, গোপাল জিউর আখড়া মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিররঞ্জন রায়, সাধারণ সম্পাদক বাপ্পি পাল, আপ্যায়ন সম্পাদক পবিত্র চন্দ্র দে, সংগঠক কুলদীপ মালাকার, সুর্বনা মালাকার, মনিকা মালাকারসহ বিপুলসংখ্যক ভক্তমন্ডলি।