স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের বাগাদীর ৫নং ওয়ার্ডের চরমেশা গ্রামে শ্রী শ্রী ভক্তিবেদান্ত গীতা স্কুল ও বৈদিক শিক্ষালয়ের উদ্যোগে ২য় বাৎসরিক শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল শুক্রবার দিনব্যাপী শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে এই শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। যজ্ঞ শেষে চরমেশা গ্রামের প্রায় ৩ হাজার সনাতনী পরিবারের মাঝে মহাপ্রসাদ বিতরন করা হয়।
গীতাযজ্ঞ প্রসঙ্গে বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর শাখার সহ-সভাপতি রতন চন্দ্র দাস বলেন, আমরা মনে করি দুঃখমোচন, ধর্মান্তরিত রোধ, ধর্মীয় জ্ঞান ও শক্তি অর্জনের একমাত্র উপায় গীতামৃত জ্ঞান লাভ করা। যার অমৃত আস্বাদনে মানুষের মন হয় বসন্তের প্রস্ফুটিত পুষ্পের ন্যায়। তাই সনাতনীদের মাঝে গীতার আলো ছড়িয়ে দিতে এবং বিশ্বশান্তি কামনায় আমাদের ২য় বাৎসরিক শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞের আয়োজন করলাম।
এতে প্রধান পৌরহিত্য করেন চট্টগ্রামের কালুরঘাটের তারানন্দ মহাকালী যোগাশ্রমের উপাধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী চিন্ময়ানন্দ পুরী মহারাজ, পৌরহিত্য করেন চট্টগ্রামের পটিয়ার মোহনানন্দ সেবাশ্রমের শ্রীমৎ স্বামী নরেশ্বরানন্দ অবধূত মহারাজ এবং গীতা যজ্ঞ পরিচালনা করেন ঢাকা স্বামীবাগের শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ সভাপতি শ্রীমৎ ধ্রুব চৈতন্য।
অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সমাপ্ত করতে পারায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক চরমেশা শ্রী শ্রী ভক্তিবেদান্ত গীতা স্কুল ও বৈদিক শিক্ষালয়ের সভাপতি শ্ৰীধাম চন্দ্র দাস (জয়) ও সাধারণ সম্পাদক অর্জুন দাস।
এসময় বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলার সভাপতি প্রদীপ দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।