প্রান কৃষ্ণ দাসঃ প্রথমবারের মতো ইলিশ বাড়ী চাঁদপুরে পেশাগত কাজে আসলেন দেশের শীর্ষস্থানীয় মোটরসাইকেল বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর’সের সিইও দিলীপ ব্যানার্জি।
৭ নভেম্বর সোমবার বিকালে তিনি শহরের ওয়ারল্যাস বাজারের মেসার্স ঝীল মোটর’স পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে ঝীল মোটর’স এর ব্যাবসায়িক পরিবেশ দেখে তিনি এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ আখন্দের বেশ প্রশংসা করেন।

এ সময় দিক-নির্দেশনামূলক বক্তব্যে উত্তরা মোটর’স এর সিইও দিলীপ ব্যানার্জি বলেন, গ্রাহককে শতভাগ সেবা প্রদান নিশ্চিত করতে হবে। যারা বাজাজের গ্রাহক হচ্ছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। যারা মোটরসাইকেল কিনতে আগ্রহী তারা যাতে বাজাজের গাড়ী সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। সর্বপরি মেসার্স ঝীল মোটর’স যাতে তাদের সেবার মানের সুনাম ধরে রাখতে পারে সে লক্ষ্যেই সবাইকে টিম ওয়ার্ক করতে হবে। প্রাতিষ্ঠানিক স্বার্থে আমি যেকোন প্রয়োজনে আপনাদের পাশে থাকবো।

এসময় উত্তরা মোটর’স লিমিটেডের এনএসএম ওমর ইসলাম, চট্টগ্রাম জোনাল ম্যানেজার রঞ্জন নাথ, আরএসএম আবু সোয়াইব, নোয়াখালী ব্রাঞ্চ ইনচার্জ হিরম্ব রয়, সেলস এক্সিকিউটিভ সাইদুর রহমান সবুজ, ফিল্ড ইঞ্জিনিয়ার আজিজ খান, ঝিল মটর’স এর পরিচালক আজিজ আখন্দ, শো-রুম ম্যানেজার হোসাইনুর রহমান সোহাগ, সেলস ম্যানেজার মাহবুব পাটওয়ারী, ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন আলী বিজয়, সার্ভিস ম্যানেজার আবু সুফিয়ান নয়ন, সাজ্জাদ হোসেন পায়েল, রাব্বি, হেড মেকানিক লাভলুসহ ঝীল মোটর’স এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে উত্তরা মোটর’স এর সিইও দিলীপ ব্যানার্জিসহ অন্যান্য কর্মকর্তাদের শোরুম পরিদর্শন উপলক্ষে তাদের হাতে মেসার্স ঝীল মোটর’স এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও ফুলেল উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।