নিজস্ব প্রতিনিধি: গেলো কয়েক বছরের মতো এবারও নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে ঈদকে ঘিরে মেহেদী উৎসব করলো চাঁদপুরের সবাই মিলে সংগঠনটি। মূলত নারীদের সাবলম্বী করতেই সবাই মিলে সংগঠনটির বেশ কিছু সামাজিক কাজের মধ্যে মেহেদী উৎসবও একটি উদ্যোগ।
৩০ মার্চ রোববার শহরের জোড়পুকুর পাড় এলাকায় সবাই মিলে শপে গেলে এই উৎসব দেখা যায়।
উৎসবে নিয়োজিত নারী সদস্যরা বলেন, চাঁদপুর শহরে মেয়ে উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদেরকে নির্ধারিত স্থানে কাজ করার সুযোগ দেয়াই হচ্ছে সবাই মিলে সংগঠনটির মেহেদী উৎসব করার মূল লক্ষ্য। এটি বরাবরই ২৭ রমজান থেকে আরম্ভ করে ঈদের আগের দিন পর্যন্ত করে থাকে সংগঠনটি।
মেহেদী পড়া নারীরা বলেন, কম খরছে পছন্দের ডিজাইনে মেহেদী করতে পেরে সবাই মিলে সংগঠনটির এমন আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি। সত্যিই আমরা যেমনটি চেয়েছি এখানে তেমন ভাবেই মেহেদী দিয়ে দেয়া হয়।
এ বিষয়ে চাঁদপুরের সবাই মিলে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি তানিয়া ইসলাম বলেন, সবাই মিলে সংগঠনটি যাতে পিছিয়ে পড়া নারীদের নিয়ে কাজ করে। পাশাপাশি তাদের সাবলম্বী করতে পারে সেজন্য সবার দোয়া চাই। এবার ঝলমল আলো ও প্রাকৃতিক সবুজ শ্যামল রূপ দেয়া স্থানে সবাই মিলে সংগঠনটির হয়ে ৫ জন নারী উদ্যোক্তা হাতে মেহেদী পড়ানোর কাজ করেছে। যাদের কাছে অন্তত দেড় হাজার নারীরা পছন্দের সাজে হাতে মেহেদী পড়েছে।