রিয়ন দেঃ চাঁদপুর শহরের নতুন বাজারের পালপাড়াস্থ শ্রী শ্রী শীতলা মায়ের মন্দিরে শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা পূজা ও ঠাকুর প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এই আলোচনায় আলোচক হিসেবে অংশ নিয়েছেন শরীয়তপুর ডিঙ্গামানিকের সত্যনারায়নের সেবা মন্দিরের শ্রী শ্রী শ্রীমৎ ধূজর্টি প্রসাদ চক্রবর্ত্তী মোহন্ত মহারাজ।
২৭ জুলাই বুধবার রাতে কয়েক’শ সনাতনী ভক্তবৃন্দের উপস্থিতিতে এই আলোচনা করা হয়। আর এই আলোচনার আয়োজন করেছে নতুনবাজার পালপাড়ার শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের স্মরণ উৎসব কমিটি।
আয়োজকদের পক্ষে চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাষ্কর দাস ‘হিলশা নিউজ‘-কে বলেন, শ্রীশ্রী রামচন্দ্রায় নমঃ। আমরা চাঁদপুর শহরের নতুন বাজার পালপাড়ায় শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা পূজা ও ঠাকুর প্রসঙ্গ আলোচনার আয়োজন করেছিলাম। এতে সকল সনাতনী ভক্তমন্ডলী সাদরে আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার,সাধারণ সম্পাদক রনজিত রায় চৌধুরী,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ,সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোস কুমার দাস, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক পরেশ মালাকার, চাঁদপুর জেলা শারদাঞ্জলী ফোরামের সভাপতি রিপন কুমার সাহা, দৈনিক সংবাদ এর চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়, দৈনিক আমার বার্তা পত্রিকার চাঁদপুর প্রতিনিধি শ্যামল সরকারসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সনাতনী সুধীমহল।