স্টাফ রিপোর্টারঃ প্রতিবছর মতো এবারো চৈত্র মাসের অষ্টমী তিথি অনুযায়ী আজ পুণ্যস্নানার্থে চাঁদপুরের পুরানবাজারের হরিসভা এলাকায় হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্তপ্রাণের আগমন ঘটবে। ভক্তগণের বিশ্বাস এ সময় নদে স্নান খুবই পুণ্যের এবং এ স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয়। এদিন ভোর ৬ টা হতে বিকাল ৩টা পর্যন্ত অষ্টমী স্নানে দূর দূরান্তের সনাতনীরা অংশ নিবে।
মঙ্গলবার বিকালে হরিসভা এলাকায় গিয়ে দেখা যায়, নির্বিগ্নে স্নান করতে দিতে ডেকোরেটরের মাধ্যমে আলাদা আলাদা কক্ষ করেছে জেলা পূজা উদযাপন পরিষদ। যেখানে নারী পূর্ণার্থীদের পোশাক পরিবর্তনের জন্য পৃথক নিরাপত্তাজনিত ব্যবস্থা রয়েছে। সেই সাথে দূর দূরান্ত হতে আগত ভক্তদের হরিসভা মন্দির প্রাঙ্গণে হতে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ বলেন, আমাদের এখানে এবার ধারনা করছি ৭/৮ হাজার সনাতনী ভক্তবৃন্দ পুণ্যস্নানে অংশ নিবেন। আমরা নিজেদের সংগঠন হতে ৬০/৭০ জন স্বেচ্ছাসেবী ছাড়াও কমিউনিটি পুলিশ মোতায়েনের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আমরা আমাদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপাকে এ বিষয়ে অবগত করেছি এবং প্রশাসনের সাথেও সমন্বয় করে যাচ্ছি। আশা করছি সুন্দরভাবেই ধর্মীয় এই অনুষ্ঠান সমাপ্ত করতে পারবো।
এদিকে পুলিশ সুপারের নির্দেশে ইতিমধ্যে আইন-শৃঙ্খলাজনিত সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা। তিনি বলেন, আমরা আইন-শৃঙ্খলা রক্ষায় নারী পুলিশসহ বিপুল সংখ্যক পুলিশ নিয়োজিত রাখছি। পাশাপাশি যেকোন পরিস্থিতি মোকাবেলায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি।
শত বছরের প্রাচীন এই অষ্টমী তিথি অনুযায়ী পুণ্যস্নানে মন্ত্র উচ্চরণের মধ্য দিয়ে চাঁদপুরবাসীসহ সবার মঙ্গল হবে এমনটাই প্রত্যাশা করছে সনাতনীরা।