স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডে ৩শ’ ৯৪ জনের মাঝে টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওয়ারল্যাস মোড়ে এই টিসিবি পণ্য বিতরণ করা হয়।
জানা যায়, ৪শ’ ৭০ টাকা দিয়ে কার্ডধারী প্রত্যেকে ১ কেজি চিনি, ২ লিটার তেল, ১ কেজি চনা বুট, ২কেজি মুসরির ডাল ক্রয় করেন।
এদিন সুশৃঙ্খলভাবে এই টিসিবি পণ্য বিতরণের উদ্বোধন করেন চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর গাজী। তিনি বলেন, প্রতিমাসের মতো এবারো আমরা টিসিবি পণ্য সবার মাঝে তুলে দিচ্ছি। সরকারের এমন মহৎ উদ্যোগের জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এসময় চাঁদপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিনা বেগম, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সুলতান গাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।