ফরিদগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের ফরিদগঞ্জে একদিনেই তিনজন বীর মুক্তিযোদ্ধা পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। এই ৩ রণাঙ্গনের বীরের জন্য শোকে কাতর স্থানীয়রা।
১৭ মে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপাদার।
এই মৃত তিন রণাঙ্গনের বীররা হচ্ছেন ফরিদগঞ্জের ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ মিয়াজী (৭৮), একই ইউনিয়নের দেইচর গ্রামের খাঁন বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা চাঁদ খাঁন (৭২) এবং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের তপাদার বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল কাদের তপাদার (৭৫)।
এ তথ্য নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপাদার বলেন, বার্ধক্যের কারণে বৃহস্পতিবার রাতে প্রত্যেকের নিজ নিজ বাড়িতে আমাদের তিনজন রণাঙ্গনের সাথি ভাই বীর মুক্তিযোদ্ধা মারা যান। তাঁদের মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত।
ফরিদগঞ্জের বাসিন্দা সাবেক ভূমি সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী বলেন, ৩ জন রণাঙ্গনের বীরের মৃত্যু ফরিদগঞ্জ উপজেলার জন্য অনেক বড় দুঃসংবাদ এবং অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তাঁদেরকে পরকালেও বীরের মর্যাদা দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।