হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের বাবুরহাটে অরূপ নাট্ট গোষ্ঠির পক্ষ থেকে শহীদ মিণারের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।
২১শে ফেব্রুয়ারী সোমবার সকালে এই শ্রদ্ধা জানানো হয়।
এ বিষয়ে অরূপ নাট্ট গোষ্ঠির প্রতিষ্ঠাতা সাধন চন্দ্র দত্ত ‘হিলশা নিউজ’-কে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় মাতৃভাষা বাংলার জন্য ভাষা প্রেমী আন্দোলনকারীদের প্রাণ দিতে হয়েছিলো। সেই তাজা প্রাণের বিনিময়েই এই বাংলা ভাষা আমরা পেয়েছি। তাউ বাঙালি জনগণের কাছে ভাষা আন্দোলন একটি মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত অধ্যায় হিসেবে সব সময় চিহ্নিত হয়ে রয়েছে।
অরূপ নাট্ট গোষ্ঠির প্রতিষ্ঠাতা সাধন চন্দ্র দত্ত ‘হিলশা নিউজ’-কে আরও বলেন, ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর চলে পুলিশের গুলিবর্ষণ। এতে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম ছিলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকতসহ নাম না জানা আরো অনেকে। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। আমরা সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
এ সময় অরূপ নাট্ট গোষ্ঠির সাবেক সভাপতি ও সম্মানিত সদস্য মহাসিন জমাদ্দার, ব্রজ গোপাল আশ্চার্য, সাংস্কৃতিক সম্পাদিকা সপ্তমী রানী দত্ত, সম্মানিত সদস্য স্বাধীন চন্দ্র দত্ত, সদস্য তপন দাস, কানাই শীল, শাহজাহান জমাদ্দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।