হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুরের ১১/১৩ ব্যাচের ইফতার শহরের বড়ষ্টেশন মোলহেডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪ এপ্রিল শুক্রবার ব্যাচের বন্ধুদের আয়োজনে খোলা আকাশের নীচে এ ইফতার অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষে শাখাওয়াত, মাহমুদ, পারভেজ, রফিক, সানজিদা, আরিয়ান, শান্ত, জুনায়েদ, পাভেল, খোরশেদ, আজিজসহ অন্যরা ‘হিলশা নিউজ’-কে জানায়, আমরা ইফতার আয়োজনের মধ্য দিয়ে বন্ধুদের মিলনমেলা করতে যাচ্ছি। এজন্য আমরা নিজেরা নিজেরা সামান্য একটা ফি ধরে এ আয়োজনের উদ্যোগ নিয়েছি।
তারা আয়োজন প্রসঙ্গে ‘হিলশা নিউজ’-কে বলেন, আমাদের ইফতারের খাবার মেন্যুতে খেঁজুর, আচারী খিচুড়ি, বেগুনি, চিকেন কারী, সালাদ, আপেল, মাল্টা, জুস, পানি, শরবতসহ ইত্যাদি উপকরণ রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমরা এই মিলনমেলা ও ইফতার ত্রিনদীর মোহনায় নদীর মাঝখানে নৌকায় খোলা আকাশের নিচে করার পরিকল্পনা রয়েছে। আয়োজন সফল করতে সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানাচ্ছি।