স্বাধীন দত্তঃ চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মঠখোলার প্রবীন কীর্তনীয়া কানাইলাল দাস পরলোকগমন করেছেন। ৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি নিজ বাড়ীতেই এই পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৬ বছর।
জানা যায়, কানাইলাল দাস চাঁদপুরের সুপরিচিত কীর্তনীয়া দল শ্রীরাম সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে কীর্তন করে সুনাম অর্জন করেছিলেন।
এদিকে এ বিষয়ে এক শোকবার্তায় চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুবরাজ চন্দ্র দাস বলেন, কানাইলাল দাস এবং তার আরেক ভাই তারা দুজনেই ভালো মানুষ। কানাই লাল বাবু ছোট বেলা থেকেই কীর্তনে সম্পৃক্ত হন এবং বিয়ে পর্যন্ত করেননি। তার এই বিদায়ে আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।