সাগর আচার্য্যঃ দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাকি আর মাত্র ৫ দিন৷ এ বছর চাঁদপুর জেলায় দুর্গোৎসব হবে ২১৯ টি মণ্ডপে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতির পালা। আর তাই চলছে তুলির আঁচড়ের কারুকাজ। একটু একটু করে বর্ণিল সাজে সাজছেন মা দুর্গা। উৎসবের মর্ম প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টায় কারিগররা। অতি ভালোবাসায় তৈরি করা হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। এ সময় দম ফেলার ফুরসত নেই তাদের।
ব্যস্ত সময় পার করছে পূজা উদ্যাপন কমিটিও। তোরণ নির্মাণ ও মণ্ডপকে নানা রঙে সাজাতে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছেন তারা।
এদিকে, পূজা চলাকালে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ইতিমধ্যে পূজামণ্ডপগুলোতে আনসার ও পুলিশ মোতায়েনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
মণ্ডপসংশ্লিষ্টরা বলছেন, শারদীয় দুর্গোৎসবের আয়োজন প্রায় শেষের দিকে। দেবীদুর্গা আসবেন গজে চড়ে। ফিরবেন নৌকায়। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবীদুর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
চাঁদপুর গোপাল আখড়া জিউর মন্দিরের প্রতিমা তৈরীর কারিগর কার্তিক পাল জানালেন, খড় আর কাঁদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ। এখন রঙ আর তুলির আঁচড় দিয়ে দুর্গাকে সাজানো হচ্ছে।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ জানান, পূজায় সর্বস্তরের মানুষের সমাগম ঘটবে। এটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও এতে অন্য ধর্মের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তাই সবার কথা মাথায় রেখে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তারা জানান, এ বছর উৎসবকে শান্তিপূর্ণভাবে করতে প্রশাসনের পাশাপাশি প্রতিটি মণ্ডপের নিজস্ব স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ মন্দিরগুলোর তালিকা করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) বলেন, চাঁদপুর জেলায় দুর্গাপূজার মণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ প্রশাসন ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার লক্ষ্যে পূজারীদের সঙ্গে আলোচনা করে তাদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও মণ্ডপগুলোতে বাড়তি নজরদারি ও গোয়েন্দা তৎপরতাও থাকবে।