... বিস্তারিত
চাঁদপুরের মতলব উত্তরে ৪’শ ৩২টি বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান
অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪’শ ৩২ টি বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে গড়ে উঠেছে পারিবারিক পুষ্টি বাগান। সবুজে সমারোহ ঘেরা এসব বাড়ির এই পুষ্টি বাগানে ১৭ জাতের সবজি উৎপাদিত হচ্ছে। যার মধ্যে লাউ, সিম, ঢেঁড়স, ডাটা, ধনিয়া, চিচিংগা, পুঁই শাক, কলমি শাক, লাল শাক, পালং শাক, পেঁপে, মুলা, করলার মতো সবজিও রয়েছে।
জানা যায়, সরকারি পৃষ্ঠপোষকতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতেই এই কর্মক্রিয়া মতলব উত্তরে শুরু হয়েছে।
২৮শে নভেম্বর শনিবার বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ পাভেল খান পাপ্পু।
তিনি ‘হিলশা নিউজ’-কে জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের ৪৩২ টি বাড়িতে পুষ্টি বাগান গড়ে তোলা হয়েছে। এতে সরকারি প্রণোদনা হিসেবে প্রতিজন কৃষককে ১৭ জাতের সবজির বীজ, বাগান তৈরির আনুসাঙ্গিক ব্যয় বাবদ নগদ ১ হাজার ৯৩৫ টাকা করে দেওয়া হয়েছে।
তিনি ‘হিলশা নিউজ’-কে আরো জানান, মতলব উত্তর উপজেলার ৮ টি ইউনিয়নে ‘বাড়ির পাশে বাগ-বাগিচা, শাক-সবজির চাষ, ফুল দেবে-ফল দেবে, পুষ্টি বারো মাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এসব পুষ্টি বাগান করা হয়েছে। পুষ্টি বাগান শুধু পারিবারিক চাহিদাই মিটাচ্ছে না। বরং পুষ্টিবাগানের সবজি বাজারে বিক্রি করে সাবলম্বিও হচ্ছেন অনেক কৃষক।
এদিকে এ ব্যপারে মোহনপুর ইউনিয়নের আইঠাদি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ শাকিল ‘হিলশা নিউজ’-কে জানান, পারিবারিক পুষ্টি বাগান করতে কৃষক-কৃষাণীদের আগ্রহ লক্ষ্য করা গেছে। আমরা চাষীদের সবজি চাষে সঠিক চাষ পদ্ধতির বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। এতে করে আলোর মুখ দেখছে কৃষকগণ। যার কারনে বীজ রোপণ করে কৃষকের বাড়ির আঙ্গিনাসহ পতিত জমি এখন সবজি সবুজে সমারোহ। আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই।