... বিস্তারিত
চাঁদপুরের মোহনপুরে ১১ ও ১৩ ব্যাচের শিক্ষার্থীদের আনন্দভ্রমণ
অমরেশ দত্ত জয়/প্রান কৃৃৃষ্ণ দাসঃ চাঁদপুরের মতলব উত্তরে অত্যান্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২০১১ এসএসসি ও ২০১৩ সালের এইচএসসি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে।
৪ঠা ডিসেম্বর শুক্রবার মোহনপুর পর্যটন কেন্দ্রে দিনব্যাপী এই আনন্দ আড্ডা হয়।
এই আনন্দ ভ্রমণ প্রসঙ্গে মো. উজ্জ্বল গাজী,রাশেদ মিজি,ফাতেমা তুজ জোহরাসহ অন্যান্যরা ‘হিলশা নিউজ’-কে জানান, আমরা ২০১১ ও ২০১৩ সালে শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সবাই ১টি ফেসবুক গ্রুপ পরিচালনা করছি। সেখানে কথোপকথনের সিদ্ধান্তে আমরা মোহনপুরে আনন্দ ভ্রমণ করেছি। অত্যান্ত সুন্দর এই নদী ঘেঁষা অঞ্চলটিতে সুযোগ হলে আবারো বন্ধুদের নিয়ে আনন্দ ভ্রমণ করবো।
আনন্দ ভ্রমণে কি কি করা হলো এমন প্রশ্নের জবাবে মুন্না ঢালী ‘হিলয়া নিউজ’-কে জানান, আমরা বিভিন্ন পর্যায়ের বন্ধুরা সকালে লঞ্চ ও সড়ক পথে মতলব উত্তরের মোহনপুরে পৌঁছাই। দুপুরে নামাজ শেষে খাওয়া দাওয়া করি। এরপর নদীতে গোসল সেরে উৎসবমুখর পরিবেশে হৈ হুল্লোড়ে মেতে ছিলাম সবাই। পরে সন্ধ্যায় সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের সাংবাদিক অমরেশ দত্ত জয়, আব্দুর রহমান, আরিয়ান হোসেন, হৃদয় গাজী, সেলিম, রুহুল আমিন, রাশিদা, বোরহান, মতলব উত্তরের মোঃ রুহুল আমিন, মোঃ সেলিম, মোঃ নাছির, মোঃ উজ্জল, মোঃ নায়িম, মোঃ পারভেজ, মোঃ রানা, মোঃ সোহাগ ,মোঃ আহসান হাবীব, মোঃ রুবেল, মোঃ কবির, মোঃ সাদ্দাম, মোঃ শরীফ, মোঃ শাওন, মোঃ আবির, মোঃ পিয়াস, মোঃ হ্রদয়, মোঃ শ্যামল, মো. গাউছ,ঢাকার মুন,ময়মনসিংহের কায়সার আরিয়ান প্রমুখ।