বিজ্ঞপ্তিঃ চাঁদপুর শহরের সায়াবনীর মোড়ের সুপ্রতিষ্ঠিত একতা বিউটি পার্লারের জন্য কিছু সংখ্যক নারীকে চাকরী দেওয়া হবে। এক্ষেত্রে একাজে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়েই চাকরীর সুযোগ পাবে।
২৮ এপ্রিল শুক্রবার রাতে বিষয়টি হিলশা নিউজ-কে নিশ্চিত করেন একতা বিউটি পার্লারের কর্ণধার পরাগ সেন রুপা।
তিনি বলেন, আমরা বেকার অসহায় নারীদের জন্য কিছু করার চেষ্টা করছি। সেক্ষেত্রে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ নারীদের আমাদের পার্লারে চাকরীর সুযোগ দিচ্ছি। এক্ষেত্রে কোন আবেদন কিংবা শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। সকাল ১০ টা হতে রাত ৯টা পর্যন্ত কাজের সময় হবে।
তিনি বলেন, যিনি বা যারা একতা বিউটি পার্লারে কাজ করতে চায়। তারা সরাসরি শহরের সায়াবানী মোড় রেডচিলি রেষ্টুরেন্ট সংলগ্ন একতা বিউটি পার্লারে সরাসরি এসে যোগাযোগ করতে পারবে। আমরা আলাপ আলোচনার মাধ্যমে প্রার্থীকে আমাদের প্রতিষ্ঠানে নিবো এবং বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা দিবো। কেউ চাইলে মুঠোফোনেও যোগাযোগ করতে পারবেন। মুঠোফোনে-01911337586 (শুধুমাত্র মহিলার জন্য)।