মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদরের হরিণা ফেরীঘাটে ১৪ কেজি ওজনের পাঙ্গাস ১০ হাজার ১শ’ টাকায় বিক্রি করলো এক জেলে। তিনি পাঙ্গাস মাছটি মেঘনা নদীতে জাল ফেলে ধরেছিলেন।
৮ আগষ্ট মঙ্গলবার বিকালে বড় সাইজের এই পাঙ্গাসটি হরিণাঘাটের আড়তে নিয়ে আসেন স্থানীয় জেলে খোরশেদ বেপারী।
তিনি ‘হিলশা নিউজ’-কে জানান, নদীতে জাল বেয়েই আমার জীবন সংসার চলছে। এখন নদীতে ইলিশের পাশাপাশি বড় বড় পাঙ্গাসও ধরা পড়ছে। তবে অন্যান্য দিনে ধরা পড়া পাঙ্গাসের সাইজের তুলনায় এই পাঙ্গাসটি অনেক বড়। এটি ভালো দামে বিক্রি করতে পেরে মনে আনন্দ লাগছে।
পাঙ্গাসটি কিনে নিলেন হরিণাঘাটের পাইকার মোঃ ইউসুফ। তিনি ‘হিলশা নিউজ’-কে বলেন, এই আড়তে প্রতিদিনই ইলিশ,পাঙ্গাস,আইর,বাঘা আইর,পোয়া,চিংড়ী ও রিডা মাছসহ নানা প্রজাতির মাছ জেলেরা নিয়ে আসে। আমি সবসময়ই বড় সাইজের মাছগুলো কিনে থাকি। তাই এবার ১৪ কেজি ওজনের এই পাঙ্গাসটি ১০ হাজার টাকা দামে কিনে নিলাম। পরে এটি আমি আরও ভালো দামে বিক্রির চেষ্টা করবো।
উল্লেখ্য, হরিণাঘাটে সরাসরি যেকেউ দরদাম করে জেলেদের থেকে নদী থেকে আনা ইলিশসহ অন্যান্য সকল মাছ কিনতে পারেন। যেজন্য তরতাজা পদ্মা ও মেঘনার ইলিশ কিনতে চাঁদপুর ছাড়াও আশপাশের জেলার মানুষজন এখানে ইলিশ কিনতে ভীড় জমিয়ে থাকেন।