মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর জেলার হাইমচর , কচুয়া ও ফরিদগঞ্জের ২৯ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারী বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
শপথ নেওয়া নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য (চাঁদপু-৩) শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি, অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথি হিসেবে কচুয়ার এমপি ড. মহিউদ্দীন খান আলমগীর ও ফরিদগঞ্জের এমপি শফিকুর রহমান বক্তব্য রাখেন। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসনিক, রাজনৈতিক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মো. মেহেদী হাসান ও পবিত্র গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারি বিমল চন্দ্র দে।