মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদরের বিভিন্ন ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন ইউএনও সানজিদা শাহনাজ।
২৫ জানুয়ারি বুধবার তিনি ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের মাঝে এ সহায়তা দেন।
জানা যায়, সদরের আশিকাটি ইউনিয়ন, শাহমাহমুদপুর ইউনিয়ন, রামপুর ইউনিয়ন ও বাগাদী ইউনিয়নে বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের এ মানবিক সহায়তা দেওয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর সদরের ইউএনও সানজিদা শাহনাজ বলেন, মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে জিআর খাত হতে ২ বান্ডেল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকার চেক তুলে দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যান্যরা।