স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বলেছেন, আমি সব সময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করি। ইলিশের বাড়ী চাঁদপুরে পূর্বেও কাজ করেছি। কিন্তু ২য় বারের মতো এ জেলায় দায়িত্ব নিয়ে যেহেতু চলে এসেছি, সেহেতু আমি আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।
১ আগস্ট মঙ্গলবার দুপুরে এক সাক্ষাৎকারে তিনি এ কথাগুলো বলেন।
দিদারুল আলম বলেন, দেশ ডিজিটাল থেকে স্মার্ট হয়েছে। আর মাদক কারবারীরাও এখন নিজেদের অনেক স্মার্ট ভাবতে শুরু করেছে। কিন্তু ওরা জানেনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওদের চাইতে শত গুণ বেশী স্মার্ট। অতএব হয় মাদক বিক্রি ছাড়ুন, না হয় এ দেশ ছাড়ুন। অন্তত চাঁদপুরে কোন মাদক কারবারী থাকতে দেয়া হবেনা বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে তিনি জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস অনুষ্ঠানেও একই ঘোষণা দিয়েছিলেন।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,এনএসআই উপপরিচালক শেখ আরমান আহমেদ, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক ড. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।