... বিস্তারিত
চাঁদপুরে অসহায় বৃদ্ধার পাশে দুলাল পাটওয়ারীর নির্দেশে বাদল
সজল চন্দ্র দাসঃ চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারীর নির্দেশে সেবার মনোভাব নিয়ে অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে বাদল রহমান। সে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কাজ করছে।
১৬ই নভেম্বর সোমবার ঘরির কাটায় যখন রাত ১২ টা ৩ মিনিট। এমন সময় এক বৃদ্ধ মহিলাকে শীতে কাঁতরাতে দেখে নানাভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে সেবা দিয়েছে বাদল রহমান।
এ ব্যপারে বাদল রহমান ‘হিলশা নিউজ’-কে জানায়, ওই বৃৃৃৃদ্ধা মহিলার নাম আলো। তিনি বলাখাল বাজার এলাকায় থাকেন। তাকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শীতে কাঁতরাতে দেখি। বিষয়টি জননেতা দুলাল সাহেব কে অবহিত করি। পরে তাঁর নির্দেশেই দ্রুত ওই বৃৃৃৃদ্ধা মহিলার শরীরে পরার মতো কম্বল, হোটেল থেকে খাবার ও পানীয় এবং রাতে থাকার মতো বিছানা করে দিয়েছি।
এদিকে বিষয়টি জানাজানি হলে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারীর এমন মহানুভবতায় সর্বমহলে প্রশংসিত হয়। সেই সাথে তাঁর সুুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়।