... বিস্তারিত
চাঁদপুরে অ্যাড. বদরুলের আয়োজনে দীপু মনি,রোমান ও মুন্নার সুস্থতায় মিলাদ
চৌধুরী ইয়াসিন ইকরামঃ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাফর ইকবাল মুন্না করো’না থেকে সুস্থ হওয়ায় শুকরিয়া আদায় করে চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর আয়োজনে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার ( ২৫ ডিসেম্বর ) বাদ আছর শহরের ষোলঘরস্থ বায়তুল কাদের জামে মসজিদে এ মিলাদ অনুষ্টিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আঃ কাদির।
মিলাদ ও দোয়া অনুষ্টানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাকিব, রিয়াজুল, ইয়াকিন, সিহাদ, ইকবাল, সবুজ সহ মুসল্লি এবং স্থানীয় এলাকাবাসী।
উল্লেখ, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি এবং ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য জাফর ইকবাল মুন্না অল্প কয়েকদিন আগে করো’না থেকে মুক্ত হয়েছেন এবং বর্তমানে তারা সুস্থ আছেন।