মোঃ হোসেন গাজীঃ চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি প্যাণেলের সভাপতি সম্পাদকসহ ১৩টি এবং ক্ষমতাসীন আওয়ামীলীগ মাত্র ২টি পদে জয় পেয়েছেন।
২৬ জানুয়ারি বৃহস্পতিবার মধ্য রাতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাড. কামাল উদ্দিন আহমেদ।
ফলাফলে বিএনপি সমর্থিত প্যাণেল থেকে সভাপতি প্রার্থী অ্যাড. এ.টি.এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক অ্যাড. এ. জেড.এম রফিকুল হাসান (রিপন), সিনিয়র সহ-সভাপতি মো. তৌহিদুল ইসলাম তরুণ, জুনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কাইউম মোল্লা, সম্পাদক ফরমস মো. কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী মো. শাহজাহান খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে রেজাউর রহমান শাওন, জেনারেল অডিটর মোহাম্মদ ইয়াছিন আরাফাত, রানিং অডিটর জাবির হোসেন, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি মো. আবুল হাসানাত বেপারী, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি মো. মামুন হোসেন মিয়াজী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে মাহবুব আলম ও মো. সানজিদ হাসান (সানি) নির্বাচিত হয়েছেন।
এরমধ্যে আওয়ামীলীগের প্যাণেল থেকে শুধুমাত্র যুগ্ম-সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ সিদ্দিকী মাছুম এবং সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে রিয়াদ হোসেন (মুনতাসির) নির্বাচিত হন।
নির্বাচনের রিটার্নিং অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় গোপন ব্যালটে ভোট গ্রহন হয়। এতে সমিতির ৩৪০ জন ভোটারের মধ্যে ভোট দেন ৩৩৪ জন। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমমনা দুটি প্যানেলে ৩০জন প্রার্থী ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে জয়ী হয়ে এক প্রতিক্রীয়ায় নবনির্বাচিত সভাপতি অ্যাড. এ. টি. এম মোস্তফা কামাল বলেন, এটি একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। নির্বাচনে ২টি প্যাণেল ও জয় পরাজয় শুধুই আনুষ্ঠানিকতা। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আইনজীবীদের উন্নয়নে কাজ করবো এটাই প্রত্যাশা করছি।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. এ. জেড.এম রফিকুল হাসান (রিপন) বলেন, এই কমিটি মাত্র ১ বছরের। কিন্তু আমাদের আইনজীবীদের সম্পর্ক সবসময়ের। কাজেই আমাদের দায়িত্ব পালনে সমিতির কার্যক্রমে গতিশীলতা রাখতে সবার সহযোগিতা চাচ্ছি।
এসময় নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা মো. মাইনুল আহছান ও এএনএম মাইনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সুধীমহল উপস্থিত ছিলেন। পরে ২০২২ সালের কমিটির নেতৃবৃন্দ ২০২৩ সালের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করে। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।