... বিস্তারিত
চাঁদপুরে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হামলার ঘটনায় ৪ জন আহত
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর আদালতে যৌতুক নিরোধ আইনের একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে বাদী ফাতেমা আক্তার এর নির্দেশে তার সহযোগীদের হামলায় মূল আসামী শাহজালালসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে। বুধবার (৬ জানুয়ারী) হাজীগঞ্জ-কচুয়া বিশ্বরোডের বদরপুর নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেনঃ কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বিতারা গ্রামের মোঃ মহিদ মোল্লার ছেলে শাহজালাল (৪০), তার ছোট ভাই লোকমান (২৮), শাহজালাল এর পিতা মহিদ মোল্লা (৬০) ও সিএনজি চালক। আহতরা পথি মধ্যে ডাক চিৎকার দিলে পাশ্ববর্তী পথচারীরা তাদের কে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায়, কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বিতারা গ্রামের মোঃ মহিদ মোল্লার ছেলে শাহজালাল এর সাথে পারিবারিকভাবে একই উপজেলার ৬নং তেতৈয়া গ্রামের মমতাজ উদ্দিন মুন্সির মেয়ে ফাতেমা আক্তারের বিবাহ হয়। তাদের সংসার জীবনে ২ ছেলে ও ১ কন্যা সন্তান আছে। দীর্ঘ ১৫ বছরের সংসার জীবন পার করে পারিবারিক অমিলের কারনে ফাতেমা আক্তার বাদী হয়ে গত ২২ সেপ্টেম্বর ২০২০ চাঁদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত কচুয়ায় একটি যৌতুকের মামলা দায়ের করেন। যার নং- সিআর-২৩৫/২০২০। আহত শাহজালাল ও পরিবারের সদস্যরা জানায়, শাহজালালের স্ত্রীর দায়ের করা মামলায় হাজিরা দিয়ে চাঁদপুর আদালত থেকে বাড়ি ফেরার পথে হাজীগঞ্জ-কচুয়া বিশ্বরোডের বদরপুর নামক স্থানে সিএনজি গতিরোধ করে পূর্ব পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে এ হামলা করে। এ সময় শাহজালালের স্ত্রীর নির্দেশে তার ভাই নবির হোসেন, ভগ্নিপতি মিজান, খালু জাহাঙ্গীর, মোস্তফা মেম্বার, পিতা মমতাজ উদ্দিন মুন্সি সহ অজ্ঞাতনামা আরোও ৫/৭জন ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা করে আহত করে। এ সময় সন্ত্রাসীরা শাহজালাল কে মারধর করে তার পকেটে থাকা নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। পরে তার সাথে থাকা ভাই লোকমান বড় ভাইকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে তাদের সাথে থাকা টেকনো ও ভিভো কোম্পানীর দুটি মোবাইল সেট নিয়ে যায়। পরে আহত শাহজালালের পিতা ও সিএনজি চালক এগিয়ে আসলে তাদেরকেও সন্ত্রাসীরা মারধর করে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।