স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের যমুনা রোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক পক্ষের একই পরিবারের ৫ জনের শরীর থেকে দারুন রক্তপাত হওয়ায় তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
১১ই ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনার পর ১টি পক্ষ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙ্গচুর ও লুটপাটের অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং-২৫ তারিখ ১২/০২/২০২২ ইং।
এ বিষয়ে মামলার বাদী মোঃ বাবুল মোল্লার ছেলে মোঃ নুরে আলম (২৮) জানান, জয়নাল মোল্লার ছেলে আল-আমিন মোল্লা (২৯), জুনায়েদ মোল্লা, মন্জিল ব্যাপারীর ছেলে মহসিন ব্যাপারী (৩৬), হানিফ ব্যাপারী (৪০), মনা গাজীর ছেলে ইমন গাজী (২৫), জামাল মোল্লার ছেলে নাজির মোল্লা (২৪), পন্টু মোল্লা (২০), দুলালের ছেলে শাহ আলম (২৩), মন্জিল বেপারীর ছেলে ইকবাল ব্যাপারী (৩৮) আমাদের মসজিদকে ঘিরে নানা অনিয়ম করছিলো। তাদেরকে বেশ কয়েক বার সতর্ক করলেও তারা অনিয়ম বন্ধ করেনি। বরং আমাদেরকেই দেখে নেওয়ার হুমকি দিতে থাকে।
তিনি আরও বলেন, ঘটনার দিন বাড়ীর মসজিদ কমিটিকে ইস্যু বানিয়ে ওরা আমাদের পুরো পরিবারকে হত্যার উদ্যেশ্যে হামলা চালায়। হামলায় আমার বাবা বাবুল মোল্লা, ভাই নুর মোহাম্মদ, বড় ভাই মাসুদ রানা, আমার বোন লাকি আক্তার ও আমি নিজে দারুনভাবে জখমপ্রাপ্ত হই। বর্তমানে আমার বাবা চাঁদপুর সদর হাসপাতাল থেকে রেপার হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি। প্রশাসনের কাছে আমরা এর সঠিক বিচার কামনা করি।
এদিকে ঘটনা প্রসঙ্গে প্রতিপক্ষের কাউকে তাৎক্ষনিক পাওয়া যায়নি বলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে ঘটনা প্রসঙ্গে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ অবহিত আছেন জানিয়ে তিনি বলেন, এই মামলায় তদন্ত চলছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও দ্রুত গ্রেফতার করার জন্য অভিযান চলছে।