রিয়ন দেঃ আনন্দ আড্ডা, খাওয়া দাওয়া ও আলোচনা সভা ও ফটোসেশনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।
২৩ জুলাই শনিবার দিনব্যাপী আয়োজনে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে পবিত্র ঈদুল আজহার এই ঈদ পুনর্মিলনী হয়।
এতে জেলা সদর ও বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ।

তিনি বলেন, অনেক সংগঠনই আবেগের বশে হয় আবার সময়ের প্রয়োজনেও হয়। আমি মনে করে জেলা সাংবাদিক ক্লাবটি সময়ের দাবীর প্রেক্ষিতে হয়েছে। তাই এটি যাতে হারিয়ে না গিয়ে যে লক্ষ্যে প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়ন করে শত বছর টিকে থাকে।
অনুষ্ঠান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ওচমান গণি পাটওয়ারী।

তিনি বলেন, নতুন দোকান হলে অনেকেই দোকানে ভীড় জমায়। এরপর বাকি খায় এবং ধার করে এক সময় ওই দোকানের বারোটা বাজিয়ে লাপাত্তা হয়ে যায়। অতএব জেলা সাংবাদিক ক্লাবটিতেও যাতে অপসাংবাদিকরা ঢুকে বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে দূর্বল করতে রাষ্ট্র বিরোধী ও জামাতের লোকজন সাংবাদিকতা ও সাংবাদিক পেশাজীবী সংগঠনের ঢুকে পড়ছে। চাঁদপুরও কিন্তু এর ব্যতিক্রম নয়। তাই এই জেলা সাংবাদিক ক্লাবে যাতে অপেশাদার, নামমাত্র লেভাসধারীরা সাংবাদিক দাবী করে ঢুকে যেতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা চাই জেলা সাংবাদিক ক্লাব জনমানুষের আস্থার জায়গায় থাকুক এবং এগিয়ে যাক।

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের আহ্বায়ক আবদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল আউয়াল রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির, কেন্দ্রীয় ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমূখ।

অনুষ্ঠানে মুঠোফোনে যুক্ত হয়ে জেলা সাংবাদিক ক্লাবকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার লক্ষ্যে গঠিত হওয়ায় শুভেচ্ছা জানান চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল ও কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
আলোচনা সভা শেষে অতিথিসহ সকলে জেলা সাংবাদিক ক্লাবের মধ্যাহ্ন ভোজ ও ফটোসেশনে অংশ নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।