মোঃ আরিফুল ইসলামঃ “সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি, এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর পৌরসভার টাউন ফেডারেশন এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকাল ১০ টায় চাঁদপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে শহরের কালিবাড়ি শপথ চত্বর গুরে পুনরায় পৌরসভা প্রাঙ্গণে এসে আলোচনা সভা করেন।
চাঁদপুর পৌর কাউন্সিলর আয়শা রহমান এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার পেনেল মেয়র মোহাম্মদ আলী মাঝি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেনেল মেয়র ফরিদা ইলিয়াস, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভুইয়া, নির্বাহী প্রকৌশলী এ এইচ এম সামসুদ্দোহা, সহকারী প্রকৌশল আবুল হাসান,
টাউন ফেডারেশনের সভাপতি নাজমা আলম, টাউন ম্যনেজার আঃ হান্নান।
নারীর প্রতি সহিংসতা মূলতঃ মানবাধিকারের লংঘন। ১৯৯১ সালে উইমেন্স গ্লোবাল লিডারশীপ ইন্সটিটিউড প্রথমবারের মত জেন্ডার সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচী” আয়োজন করে। এই কর্মসূচীকে মূলতঃ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ করার জন্য একটি কৌশল হিসেবে ব্যবহার করা হয়। ১৯৯১ সাল থেকে বিশ্বের ১৭২টি দেশের ৪১০০টি সংগঠন এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছে।