স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের মোঃ আবু সুফিয়ান নয়নের চৌকসতায় পুলিশের হাতে ধরা পড়লো ছিনতাইকারী আল আমিন। এতে করে সুধীমহলে প্রশংসায় ভাসছেন মোঃ আবু সুফিয়ান নয়ন।
১৮ সেপ্টেম্বর রোববার দুপুরে ইসলামী ব্যাংক চাঁদপুর শাখায় ছিনতাইকালে আল আমিন কে ধরে ফেলতে সক্ষম হয় আবু সুফিয়ান। যিনি চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়ীর মৃত ফজলুল হক ভূঁইয়া এবং নুরজাহান বেগম দম্পতীর ছেলে।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, চাঁদপুর শহরের ওয়ারল্যাস বাজারের ঝীল মোটর’স এর সেলস ম্যানেজার মোঃ আবু সুফিয়ান নয়ন টাকা জমা দিতে ইসলামী ব্যাংকে যান। তখন টাকা জমা দেওয়ার রশিদ লেখাকালে এক বৃদ্ধের পকেট কাটার দৃশ্য চোখে পরে। তখন বিষয়টি ছিনতাই হচ্ছে বুজতে পেরে ওই পকেট কাটা ব্যাক্তিকে ধরে ফেলে আবু সুফিয়ান। যাকে পরে ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ দাউদ খান পুলিশের হাতে সোপর্দ করে। আর ব্যাংকের মধ্যে এমন অনাকাঙ্খিত ঘটনা হতে ছিনতাইকারীকে দ্রুত বুদ্ধিমত্তায় ধরতে পারায় ব্যাংকটি দুর্নাম হওয়ার হাত থেকেও রক্ষা পেয়েছে বলে মনে করছে সুধীমহল।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আল আমিন নামের ওই ছিনতাইকারী চাঁদপুরের বাসিন্দা নয়। সে মূলত খুলনার মীরের ডাংগা এলাকার আনোয়ার মীরের ছেলে। এরা লঞ্চযোগে চাঁদপুর এসে ছিনতাই কাজে লিপ্ত হয়।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ বলেন, আমরা খবর পেয়ে ছিনতাইকারী আল-আমিনকে হেফাজতে নিয়েছি। ওরা সংঘবদ্ধ ছিনতাইকারী কিনা তা তদন্তে বেড়িয়ে আসবে। যদি এমন কিছু হয় তাহলে দ্রুতই আমরা আল-আমিন গ্রুপের অন্যান্যদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো।