... বিস্তারিত
চাঁদপুরে আলোচিত ইয়াছিন হত্যাকান্ডের প্রধান আসামী শাহেদ গ্রেফতার
অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুর পৌরসভা নির্বাচনের দিন খুন হওয়া ইয়াছিন মোল্লা আলোচিত হত্যাকান্ডের প্রধান আসামী মেহেদী হাসান ওরোফে শাহেদ মিয়াজী(২০) কে গ্রেফতার করেছে পুলিশ।
২৪শে অক্টোবর শনিবার প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।
তিনি গণমাধ্যমকর্মীদের জানান, ঘটনার ১৩ দিন আলোচিত ওই হত্যাকান্ডের মূল আসামী শাহেদকে ফরিদগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। শাহেদ শহরের কোড়ালিয়া এলাকার মফিজ মিজির ছেলে। সে চাঁদপুর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বিকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বর্তমানে আসামী শাহেদ জেলহাজতে রয়েছে।
এ সময় চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, ইন্সপেক্টর (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মনির হোসেনসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১০ই অক্টোবর ইয়াছিন মোল্লাকে ছুরিকাঘাতে খুন করে শাহেদ মিয়াজি।পরে এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হলে খুন হয়। পরদিন ইয়াছিনের মা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করে। মামলা নং-১০(১১-১০-২০২০)। খুন হওয়া ইয়াছিন শহরের কোড়ালিয়ার মো. হারুন মোল্লা কালুর ছেলে।
