বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর জেলা জিয়া পরিষদের সভাপতি আহত আইনজীবী অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকীকে দেখতে সদর হাসপাতালে ছুটে আসেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতৃবৃন্দ।
১৭ই জানুয়ারী সোমবার রাতে সদর হাসপাতালের ৩য় তলার পেইং বেডে তিনি অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকীর শয্যা পাশে অবস্থান নেন। অবস্থানকালে তিনি অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকীর সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাকে বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
এ সময় চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিমুল্লা সেলিম, যুগ্ম আহ্বায়ক দেওয়ান শফিকুজ্জামান, মুনির চৌধুরী, শহর বিএনপি’র যুগ্ম সম্পাদক আব্দুল কাদের বেপারী, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশীদসহ চিকিৎসক ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।