অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা কলার আড়তে নিষিদ্ধ মেডিসিন দিয়ে অবৈধভাবে নিয়মবহির্ভূত উপায়ে কলায় স্প্রে করে কলা পাকানোর অভিযোগ পাওয়া গেছে। কতিপয় লোক ব্যবসায়ী প্রতিষ্ঠানের কোন বৈধ কাগজপত্র না করেই মানবদেহের জন্য ক্ষতিকর এমন নিষিদ্ধ মেডিসিন দিয়ে কাঁচা কলায় স্প্রে করে কলা পাকিয়ে অধিক মুনাফার জন্য বিক্রি করে আসছিলো।
২৩ ফেব্রুয়ারী বুধবার অভিযোগ আমলে নিয়ে অভিযানে মাঠে নামে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের টিম। যার নেতৃত্বে ছিলেন জেলা ভোক্তা কর্মকর্তা নুর হোসেন রূবেল।
অভিযান প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেশ কিছু অভিযোগ আমলে নিয়ে বাবুরহাট বাজারের ১টি কলার আড়তে অভিযান করি। এতে মালেকের কলার আড়তকে ১৫ হাজার টাকা জরিমানা করেছি।এই অভিযান ধারাবাহিকভাবে প্রতি কলার আড়তে চলমান থাকবে। এদিনে বাবুরহাটের ১টি মুদি দোকানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পুলিশসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।