আবদুল কাদিরঃ চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত নব যোগদানকৃত হিসাব সহকারী -কাম-কম্পিউটার অপারেটরগনের নবীনবরন, পরিচয়পত্র বিতরণ ও ষষ্ঠ বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্টানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
শনিবার দিনব্যাপী প্রোগ্রামে সকাল সাড়ে ৯টায় পবিত্র কুরআন থেকে তেলওয়াতের ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্টান শুরু হয়, চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্সের বৈশাখী পার্টি হাউজে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
এ সময় তিনি বলেন জনসাধারণের সেবা নিশ্চিতদের জন্য হিসাব সহকারীদের দক্ষতার সহিত কাজ করতে হবে। আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যা যা করা প্রয়োজন, আমরা তা করার চেষ্টা করবো। আপনাদের দাবী দাওয়াগুলা যৌক্তিক, আশা করি তা পর্যায়ক্রমে আপনারা পাবেন।আশা করি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ সেবা পাবে।
বাপাকা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. নাছির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ সরকার রুবেল পরিচালনায় মহসীন হাসান শুভ্র ও নুর নবীর সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক আক্তার জাহান শাথি ও জেলা স্থানীয় সরকার শাখায় অন্যান্য স্টাফফ
বৃন্দ । আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম -কম্পিউটার অপারেটর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক যোবায়ের মাহমুদ সৌরব, দপ্তর সম্পাদক মোঃ চঞ্চল, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নূরে আলম।
অনুষ্ঠানের ২য় পর্বে, ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতি পদে মো. নাছির হোসেন, সাধারণ সম্পাদক পদে ইউসুফ সরকার রুবেল ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সালাউদ্দিন নির্বাচিত হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মুহাম্মদ কাইয়ুম ইসলাম, মোঃ হোসেন, মোঃ কামাল হোসেন, ফরিদুল হক মিয়া, মোঃ রিয়াদ হোসেন, সঞ্জিত কুরি, মহসিন হাওলাদার, মোঃ আরিফ, নূরুল ইসলাম শাওন, সাব্বির হোসেন রিয়াদ, মোঃ শরিফ, অজয় চন্দ সরকার, আব্দুর রহমান স্বপন , ফয়সাল হোসেনসহ অন্যান্য সদস্যরা।