স্টাফ রিপোর্টারঃ ইন্সিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুরের শিপ বিল্ডিং টেকনোলজি এবং মেরিন টেকনোলজি বিভাগের কয়েক’শ শিক্ষার্থী তাদের মিট টার্ম (পর্ব মধ্য) পরীক্ষা বর্জন করেছে।
২৭ ফেব্রুয়ারী রোববার সকালে তারা এই পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
শিপ বিল্ডিং ও মেরিন টেকনোলজি শিক্ষার্থীরা গণমাধ্যমকর্মীদের জানান, ২৫ তারিখ বিকাল ৫ টায় ও ২৬ তারিখ দুপুর ১২টায় এবং রাত সাড়ে ১০ টায় কতিপয় বহিরাগতরা দফায় দফায় হামলা চালানোর চেষ্টা করে। এতে মেরিন টেকনোলজির সাইফুল ইসলাম, রুহুল আমিন খান রনি, কাউসার আহমেদ, আসলাম শেখ, ফারহান আহমেদসহ প্রায় ৮/১০ জন শিক্ষার্থী ও একজন স্টাফ কিবরিয়া আহত হন। তারা এখন আতঙ্কে রয়েছে এবং আবারও হামলার আশঙ্কা করছে।
শিক্ষার্থীদের দাবী, স্থানীয় এক নারী কাউন্সিলরের নেতৃত্বে ক্যাম্পাসের বাইরে থেকে ৫০/৬০ জন বহিরাগতরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ এই হামলা চালাচ্ছে।
জানা যায়, ইন্সিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুরে বিভিন্ন অঞ্চলের প্রায় ৪’শ এর মতো শিক্ষার্থী ৪ বছর মেয়াদী কোর্সে ভর্তি রয়েছে। তারা জীবনঝুঁকিতে রয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা দাবী করে এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশের সদস্যরা।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, আমাদের পুলিশি ট্রহল ক্যাম্পাসের পাশে জোড়দার করা হয়েছে। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিবো।
এদিকে ইন্সিটিউট অব মেরিন টেকনোলজি চাঁদপুরের অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার শাখাওয়াত উল্ল্যাহ কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। যদিও জানা যায়, তিনি ঢাকায় জরুরী কাজে থাকলেও খবর পেয়ে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দ্যেশ্যে রওনা হয়েছেন।